skip to Main Content
দূর্গা পূজার তখন – এখন | Durga Puja Then And Now

দূর্গা পূজার তখন – এখন | Durga Puja then and now

দূর্গা পূজার তখন – এখন

– রত্না চ্যাটার্জী

আরব দেশে বেশ কয়েকটা বছর ক্লাবের মধ্যে শোলার প্রতিমার পুজো করতে কত আনন্দ পেতাম | পঞ্চমী থেকে দশমীর ঘট বিসর্জন পর্যন্ত কেমন বেশ স্বপ্নের মতন লাগতো | মনে হতো উত্তর কলকাতার কোনো বনেদি বাড়ির পুজো চলছে | সবচেয়ে ভালো লাগতো মাকে ঘটে বিসর্জরের পর যখন মূর্তি কে পুজো কমিটির একজন কর্মকর্তার বাড়িতে রেখে আসা হতো | মা চলে গিয়েও রয়ে যেতেন | নিজের দেশে ফিরে এসে আবার যখন বিসর্জ্জনের সেই করুণ মুহূর্তকে চাক্ষুষ করতে হয়েছে তখন খুব কষ্ট পেয়েছি | ওই সব অপূর্ব মূর্তি গুলো কে জলের মধ্যে ভাসিয়ে দেয়াটা যেন মানতে পারি না | রামকৃষ্ণ বলে গেছেন যত মত্ তত পথ – কথাটির তাৎপর্য এখন বুঝি | কোনো বাঁধা ধরা নিয়মে পুজো না করাটা কোনো দোষের নয় |

This Post Has 0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top