অন্ধ আশ্বিন | অরূপ দাস | Blind Monsoon by Arup Dazz
আর মাত্র ছটা লাইন লিখব বলে
জাবেদা খাতায়, মনের খোরাকি থেকে
রঙ, রিপু, ক্ষিদে, শ্বাস – ছয়ে ছোট্টো বউটার
পুরো ভরা মাস, ছেলে, সে বিদেশে থাকে,
বাজনার দলে, একা হাতে এ বুড়িরে
নাওয়ানো, খাওয়ানো, উঠোন নিকোনো
কাজ সংসারে যথা, দেখেছি ভিজে চোখে
দুজোড়া দুধেল গাই, ভাত দেয়, বাঁচি।