“বীরেনদা, ও বীরেনদা .. বাড়ি আছেন?”
ছাদ থেকে একটা গুরুগম্ভীর গলা ভেসে এলো “ওপরে চলে আয়” |
ছাদে উঠে আমার পিলে চমকে একপ্রকার চোদ্দ ! দেখি, বীরেনদা ছাদের মাথায় কাপড় টাঙানোর বাঁশ বেয়ে ওঠা নামা প্র্যাক্টিস করছেন | আমাকে দেখে ঝপ করে লাফ দিয়ে নেমে, কাঁধের গামছা দিয়ে কপালের বিন্দু ঘাম মুছে, স্মিত হাসলেন | তারপর বললেন “না না, পাকিস্তানের দিক থেকে কোনো মিসাইল এদিকপানে উড়ে আসছে কিনা সেই নজরদারি করতে টঙে উঠিনি রে | ওপরমহল থেকে আদেশ এসেছে | আজকাল নাকি বেতারের তার কেটে গ্যাছে, কেউ আর রেডিও শোনে না, মারফি এখন মিউজিয়ামে ! তায় আবার Channel বাংলার চাপ .. এরোমা থেরাপি করা মা দূর্গা সেখানে ভোর পাঁচটা থেকে নাচানাচি করে চ্যানেলের টি.আর.পি তুঙ্গে তুলে দিয়েছেন | সুতরাং ফরমান এসেছে, এবছর থেকে ট্র্যাফিক সিগন্যাল-এর মাথায় বসে চণ্ডীপাঠ করতে হবে | তাও আবার দেবীপক্ষের এক সপ্তাহ আগে থেকেই | কি চাপ বল তো ! এই বুড়ো বয়েসে কি আর সেই মাজার জোর আছে টানা অতক্ষণ পোলের মাথায় বসে থাকার? তাই একটু কসরত করে নিচ্ছি |”
আমি রীতিমতো হতভম্ব … মাথা চুলকে বললাম, “একটা পোলের মাথায় বসে গোটা ‘মহিষাসুরমর্দ্দিনী’-টা করবেন কি করে !!”
বীরেনদা অট্টহাস্য করে বলে উঠলেন “ওই দ্যাখ … ওই যে দ্বিজেন, ওই হেমন্ত, শ্যামল, পঙ্কজ …সবাই প্র্যাক্টিস করছে নিজের নিজের ছাদে … প্রতিমা, উৎপলা, সুপ্রীতিরা কি করবে, এখনো ভেবে উঠতে পারে নি … ওদের জন্য বোধহয় মোড়া- ফোড়া কিছু একটার ব্যবস্থা করবে | দাঁড়া, আমি আরেকটু ঝালিয়ে নিই ….
আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তর্হিত মেঘমালা … আনন্দময়ী মহামায়ার পদধ্বনি …”
পাঁজরের কাছটায় কেমন ব্যাথা করে উঠলো … ধড়মড় করে উঠে বসে দেখলাম, বৌ কনুই দিয়ে গুতোচ্ছে ..”আর নাক না ডেকে, এবার ওঠো .. মহালয়া শুরু হয়ে গ্যাছে তো অনেকখন |”
So, all of you Bong Beauties, are you all set to dazzle this Durga Puja 2017? Durgotsav is not only for the young crowds, it’s the time when the “not-so-young” ravishing beauties come out to enjoy the celebration and in groups. However, time is not fair to us always and all our beautiful faces are subject to aging and that’s when our bid to save our youthful self-pushes us to expensive treatment and procedures! You can still look years younger without taking the extreme steps. There are modern techniques such as skin tightening which have come to our rescue.
Darun ?